Click link watch: https://bitly.ws/3aet7
তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক তিন জনই এবার বরিশালে
বিপিএলের দশম আসর শুরু হচ্ছে আজ। এবার এসেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি—দুর্দান্ত ঢাকা। শিরোপা ধরে রাখতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
দলগুলো কয়েক ধাপে খেলোয়াড় ভিড়িয়েছে। গত আসর থেকে ধরে রাখা খেলোয়াড় যেমন আছেন, তেমনি ড্রাফট থেকে বেছে নেওয়া হয়েছে। এর বাইরে খেলোয়াড় এসেছেন সরাসরি চুক্তির মাধ্যমেও। এবারের বিপিএলে কে কোন দলে, দেখে নেওয়া যাক সেটি—
স্থানীয়
লিটন দাস (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, মুশফিক হাসান ও এনামুল হক।
বিদেশি
মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান, রাকিম কর্নওয়াল ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।
কোচ
মোহাম্মদ সালাউদ্দিন।
No comments:
Post a Comment