BPL 2023: বরিশাল হারলেও নিজেদের শেষ লিগ ম্যাচে দাপুটে জয় লিটন-রিজওয়ানের কুমিল্লার।
লিগের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হার ফর্চুন বরিশালের। যদিও শাকিব আল হাসানরা আগেই চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছিলেন।
অন্যদিকে নিজেদের শেষ লিগ ম্যাচে বড় জয়ে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে তারা সরাসরি কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে।
সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা, উভয় দলের পয়েন্ট সংখ্যা সমান হলেও নেট রান-রেটের নিরিখে সিলেট স্ট্রাইকার্স লিগ টেবিলের এক নম্বরে থাকে। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় মহম্মদ রিজওয়ান-লিটন দাসদের কুমিল্লা। রংপুর রাইডার্স তৃতীয় ও বরিশাল চতুর্থ স্থানে জায়গা করে নেয়। ফলে এলিমিনেটরে মাঠে নামবে রংপুর ও বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট ও কুমিল্লা।
Saturday, January 20, 2024
About Dreamteachbari
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment